বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


১৭ জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৯.২০২৪

১৭ জন অতিরিক্ত সচিব

১৭ জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি

ডেস্ক রিপোর্টঃ

১৭ জন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। যা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন কর্মস্থলগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, শিল্প মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, রেলপথ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, কর্মকর্তাদের সোমবার (২ সেপ্টেম্বর) মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা যোগদান না করেন, তবে সোমবার বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে বিবেচনা করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি