বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » দুদকের অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবারের ৩০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ


দুদকের অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবারের ৩০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৯.২০২৪

                      দুদকের অনুসন্ধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিবারের ৩০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ

ডেস্ক রিপোর্ট:

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে। এছাড়া আরও ২০০ কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণও পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে আপাতত ৩০০ কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে ব্যাংকে নগদ অর্থ, ঢাকায় ফ্ল্যাট ও জমি। কমিশনের সূত্রে জানা গেছে, তাদের ব্যাংক হিসাবেই শত কোটি টাকার বেশি পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান, মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহের যেকোনো দিন কমিশনের অনুমোদনক্রমে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, মন্ত্রীর সাবেক পিএস অতিরিক্ত সচিব হারুন অর রশিদ বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সহ আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

ইতোমধ্যে দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি