বৃহস্পতিবার,১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা


সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৯.২০২৪

সরকারি অর্থের

সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এ নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সচিবদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সরকারের সকল পর্যায়ে সংস্কার কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব কর্মসূচি তৈরি করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় মতামত গ্রহণের নির্দেশ দেন তিনি। জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনের যে চেতনা উঠে এসেছে, সেই লক্ষ্য পূরণে প্রত্যেককে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সাথে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে গৎবাঁধা চিন্তা থেকে বেরিয়ে এসে সৃজনশীল পদ্ধতিতে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে, যেখানে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দুর্নীতি প্রতিরোধের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের সেবা সহজীকরণ এবং তাদের সন্তুষ্টি অর্জনে কাজ করতে হবে। সরকারি ক্রয় ব্যবস্থায় প্রতিযোগিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এবং এই প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।

ড. ইউনূস আরও জানান, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে সৃজনশীল ও নাগরিকবান্ধব মানসিকতা নিয়ে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির পরিকল্পনা জমা দিতে হবে, যা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি