বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বন্যার পানি কমতে থাকায় জমেছে চাঁইয়ের বাজার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৯.২০২৪

কুমিল্লায় বন্যার পানি

কুমিল্লায় বন্যার পানি কমতে থাকায় জমেছে চাঁইয়ের বাজার

স্টাফ রিপোর্টার:

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন উপজেলায় বাসস্থান, কৃষি জমি, খাল, বিল এবং মাছের ঘের পানির নিচে চলে গেছে।

প্লাবিত এলাকাগুলোতে পানির সঙ্গে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছের পরিমাণ বেড়েছে। ফলে এসব এলাকায় দেশীয় পদ্ধতির মাছ ধরার ফাঁদ, যেমন চাঁইয়ের কদর বেড়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া এলাকাগুলো থেকে পানি আস্তে আস্তে নেমে যাচ্ছে। তাই স্থানীয় বাসিন্দারা বাঁশ দিয়ে তৈরি ফাঁদ ব্যবহার করে মাছ ধরতে শুরু করেছেন। এই কারণে বাঁশের তৈরি চাঁই, বুরুন, টইয়া এবং পলোসহ মাছ ধরার সরঞ্জামের চাহিদা বেড়ে গেছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়াড়া বাজারে গিয়ে দেখা গেছে, মাছ ধরার সরঞ্জাম বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন।

বিক্রেতা জামশেদ মিয়া জানান, বর্ষাকাল এলেই ব্যবসা ভালো হয়। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে পানি বেড়ে যাওয়ায় নতুন পানিতে মাছ ধরার জন্য শৌখিন শিকারিরা এখন মাছ ধরার সরঞ্জাম কিনছেন। আকার অনুযায়ী চাঁই ২০০ থেকে ৩০০ টাকা, আর টইয়া এবং পলো ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমের ছয় মাস তারা এই মাছ ধরার সরঞ্জাম তৈরির কাজ করেন। চাঁই তৈরিতে তল্লাও কালী জিরা বাঁশ ব্যবহার হয়। একটি বাঁশ থেকে ৬-৭টি চাঁই তৈরি করা যায়, তবে একজন কারিগর দিনে ৫-৬টির বেশি চাঁই তৈরি করতে পারেন না। একটি বাঁশ ৩০০ থেকে ৪০০ টাকায় কিনতে হয়।

চৌয়াড়া বাজারে চাঁই কিনতে আসা আতাউল গনি জানান, পাহাড়ি ঢলে তার বাড়ির পাশের জমি ও পুকুর ডুবে গেছে। এখন পানি নেমে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ছে, বিশেষ করে রাতের বেলায় চিংড়ি এবং দিনে পুঁটিমাছ বেশি ধরা পড়ছে। তিনি দেশীয় মাছ ধরতে চাঁই কিনতে এসেছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, চাঁই দিয়ে মাছ ধরার কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নিষিদ্ধ জাল দিয়ে ফাঁদ পেতে মাছ ধরা আইনত অপরাধ, এবং যারা এভাবে মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি