কুমিল্লায় হাত পায়ের রগ কেটে যুবককে হত্যা
কুমিল্লা পাঁচথুবি ইউনিয়নের পশ্চিম মাঝিগাছা এলাকায় নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাছির উদ্দীনকে জবাই করে হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে পশ্চিম মাঝিগাছা মসজিদের পাশের খালি জমি থেকে নাছির উদ্দীনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাছির উদ্দীন (৪০), পশ্চিম মাঝিগাছা গ্রামের সফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, নামাজ শেষে বাড়ি ফেরার পথে নাছির উদ্দীনকে এলোপাতাড়ি পিটিয়ে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে।
খবর পেয়ে ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই রাহিম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।