বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৪ বাংলাদেশি রাতেই দেশে ফিরছেন


আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৪ বাংলাদেশি রাতেই দেশে ফিরছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০২৪

আমিরাতে ক্ষমাপ্রাপ্ত

আমিরাতে ক্ষমাপ্রাপ্ত ১৪ বাংলাদেশি রাতেই দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্টঃ

সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের কারণে কারাদণ্ডপ্রাপ্ত ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পৃথক ফ্লাইটে তারা ঢাকা ও চট্টগ্রামে পৌঁছাবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বিশেষ ক্ষমায় মুক্তিপ্রাপ্ত ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দলটি শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, সংযুক্ত আরব আমিরাতে দণ্ডিত ৫৭ বাংলাদেশিকে দেশটির প্রেসিডেন্ট ক্ষমা করেছেন। শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানো হবে।

কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার কারণে ৫৭ জন বাংলাদেশি বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি