কুমিল্লা মহানগরীতে দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা মহানগরীর মানবসম্পদ বিভাগের উদ্যোগে দা’ঈ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুমিল্লা নগরীর একটি কলেজের হলরুমে আয়োজিত এ কর্মশালার মূল বিষয় ছিল ‘প্রতিকূল পরিবেশে দাওয়াতী কাজের কৌশল’।
প্রশিক্ষণ কর্মশালায় ‘প্রতিকূল পরিবেশে দাওয়াতী কাজের কৌশল’ বিষয়ে আলোচনা করেন কুমিল্লা মহানগরীর মানবসম্পদ বিভাগের প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ। কর্মশালার উদ্বোধনী বক্তব্য রাখেন মানবসম্পদ বিভাগের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান সোহেল।
বিভিন্ন বিষয়ে আলোচনা রাখেন, হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা ড. হিফজুর রহমান, একই মাদরাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশ্রাফী, দেবিদ্বার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো: আলাউদ্দিন, ইসলামী আলোচক নাগাইশ দরবারের পীর মাওলানা মোশতাক ফয়েজী, অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদ, ড. আবু উসামা, অধ্যাপক সহিদুল ইসলাম, মাওলানা সাইফুল হক চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম ও মুফতি মাহবুবুল আলম।