জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর তীরে শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস এন করপোরেশন নামক জাহাজভাঙা কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জাহাজভাঙা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো. শওকত আজাদ নিশ্চিত করেছেন যে, আহত ১২ শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন- মোহাম্মদ আহমদ উল্লাহ, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ বরকত, মোহাম্মদ হাবিল আহমেদ, মোহাম্মদ নিয়ামুল হক, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ খায়রুল, মোহাম্মদ সাগর, মোহাম্মদ রফিক ও মোহাম্মদ সাইফুল।
মো. শওকত আজাদ জানান, স্ক্র্যাপ জাহাজটি কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। তবে পাম্প রুমে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। যদিও আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়, তবে উন্নত চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।