বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


কন্যা সন্তানের মা হলেন দীপিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৪

কন্যা সন্তানের

কন্যা সন্তানের মা হলেন দীপিকা

বিনোদন ডেস্কঃ

কন্যা সন্তানের মা হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। রোববার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন তিনি, জানিয়েছে এনডিটিভি।

যদিও এখনও পর্যন্ত দীপিকা পাড়ুকোন ও তার স্বামী, অভিনেতা রণবীর সিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খুশির খবর ঘোষণা করা হয়নি, তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার বিকেলে দীপিকাকে তার পরিবারের সঙ্গে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে দেখা যায়, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ভক্তরা তখন থেকেই অপেক্ষা করছিলেন সুখবরের।

কিছু দিন আগেই দীপিকা ও রণবীর একটি ফটোশুটে বেবি বাম্প সহ ছবি তুলেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন, তিনি অন্তঃসত্ত্বা। সেপ্টেম্বরের মধ্যেই মা হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন অনুরাগীদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি