বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠনের ঘোষণা


বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠনের ঘোষণা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৯.২০২৪

বৈষম্যবিরোধী ছাত্রদের

‘জাতীয় নাগরিক কমিটি’ গঠনের ঘোষণা

ডেস্ক রিপোর্টঃ

বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক কমিটি’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের ঘোষণা করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র সামান্তা শারমিন। বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে গঠিত কমিটিতে মোট ৫৬ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন: ১. আহ্বায়ক: মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী
২. সদস্য সচিব: আখতার হোসেন
৩. মুখপাত্র: সামান্তা শারমিন
৪. আরিফুল ইসলাম আদীব
৫. সাইফ মোস্তাফিজ
৬. মনিরা শারমিন
৭. নাহিদা সারোয়ার চৌধুরী
৮. সারোয়ার তুষার
৯. মুতাসিম বিল্লাহ
১০. আশরাফ উদ্দিন মাহদি
১১. আলাউদ্দিন মোহাম্মদ
১২. অনিক রায়
১৩. জাবেদ রাসিন
১৪. মো. নিজাম উদ্দিন
১৫. সাবহানাজ রশীদ দিয়া
১৬. প্রাঞ্জল কস্তা
১৭. মঈনুল ইসলাম তুহিন
১৮. আব্দুল্লাহ আল আমিন
১৯. হুযাইফা ইবনে ওমর
২০. শ্রবণা শফিক দীপ্তি
২১. সায়ক চাকমা
২২. সানজিদা রহমান তুলি
২৩. আবু রায়হান খান
২৪. মাহমুদা আলম মিতু
২৫. অলিক মৃ
২৬. সাগুফতা বুশরা মিশমা
২৭. সৈয়দ হাসান ইমতিয়াজ
২৮. তাসনিম জারা
২৯. মোহাম্মদ মিরাজ মিয়া
৩০. মো. আজহার উদ্দিন অনিক
৩১. মো. মেসবাহ কামাল
৩২. আতাউল্লাহ
৩৩. এস. এম. শাহরিয়ার
৩৪. মানজুর-আল-মতিন
৩৫. প্রীতম দাশ
৩৬. তাজনুভা জাবীন
৩৭. অর্পিতা শ্যামা দেব
৩৮. মাজহারুল ইসলাম ফকির
৩৯. সালেহ উদ্দিন সিফাত
৪০. মুশফিক উস সালেহীন
৪১. তাহসীন রিয়াজ
৪২. হাসান আলী খান
৪৩. মো. আব্দুল আহাদ
৪৪. ফয়সাল মাহমুদ শান্ত
৪৫. মশিউর রহমান
৪৬. আতিক মুজাহিদ
৪৭. তানজিল মাহমুদ
৪৮. আবদুল্লাহ আল মামুন ফয়সাল
৪৯. মো. ফারহাদ আলম ভূঁইয়া
৫০. এস. এম. সুজা
৫১. মো. আরিফুর রহমান
৫২. কানেতা ইয়া লাম লাম
৫৩. সৈয়দা আক্তার
৫৪. স্বর্ণা আক্তার
৫৫. সালমান মুহাম্মাদ মুক্তাদির
৫৬. আকরাম হুসেইন।

এ প্ল্যাটফর্ম বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে কাজ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি