বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কুমিল্লায় সমন্বয়ক কাদের


আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কুমিল্লায় সমন্বয়ক কাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০২৪

আমাদের লড়াই শুধুমাত্রআমাদের শুধুমাত্র লড়াই হাসিনার বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমের বিরুদ্ধে : কুমিল্লায় সমন্বয়ক কাদের

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমাদের লড়াই শুধুমাত্র হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের লড়াই পুরো সিস্টেমের বিরুদ্ধে। আমাদের লড়াই ফ্যাসিস্ট অবকাঠামোর বিরুদ্ধে। সিস্টেমের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের বলেছেন, আমরা দিনের পর দিন নির্যাতনের শিকার হয়েছিলাম। আমরা শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছিলাম। আমরা বিচার চেয়ে কোথাও বিচার পাইনি। আমাদের নিরাপত্তার বদলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতন করেছে। হয়রানি করেছে। আজ সেই হাসিনা পালিয়েছে।

তিনি বলেন, আমাদের ছাত্র সমাজ রক্ত দেওয়া শুরু করেছিল বলেই, তরুণরা আশা জাগিয়েছিল বলেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের সেই আন্দোলনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল বলেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে।

আব্দুল কাদের বলেন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মূল সমন্বয়কদের বেশিরভাগ কুমিল্লার। তারা হাসিনার বিভিন্ন বাহিনী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। স্বৈরাচার হাসিনার পতনে এই কুমিল্লাবাসীর অবদান আমরা ভুলে যাইনি। আমাদের ডাকে কুমিল্লার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, জিয়া উদ্দিন আয়ান, আলী আহমেদ আরাফ, আবু রায়হান, তাছনিয়া নাওরিন, মহিদুল ইসলাম রিন্তু, ফারিয়া রহমান, খালেদ হাসান এবং নাঈম আবেদিন প্রমুখ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি