বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


জামিন নাকচ, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০২৪

জামিন নাকচ

জামিন নাকচ, ইনু-মেনন-পলক-মামুন কারাগারে

ডেস্ক রিপোর্টঃ

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শুনানির জন্য তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত সেই আবেদন খারিজ করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং জুনাইদ আহমেদ পলককেও গ্রেপ্তার দেখানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি