বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের ধানের চারা বিতরণ


কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের ধানের চারা বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০২৪

 

ক্ষতিগ্রস্ত কৃষকদের

কুমিল্লা ও ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আনসার মহাপরিচালকের ধানের চারা বিতরণ

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লা ও ফেনী জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার, তিনি প্রায় ৪০০ জন কৃষককে এই সহায়তা প্রদান করেন। চারা বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।

মহাপরিচালক ফুলগাজী উপজেলা কমপ্লেক্সে উপস্থিত থেকে ২০০ জন কৃষকের মাঝে চারা বিতরণ করেন এবং পরশুরাম পাইলট হাইস্কুল মাঠে আরও ১০০ জন কৃষকের হাতে ধানের চারা তুলে দেন। একইদিনে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ জন কৃষককে তিনি আমন ধানের চারা বিতরণ করেন। এই উদ্যোগটি বন্যার পরবর্তী কৃষকদের সংকটময় পরিস্থিতি কিছুটা হলেও সহজ করবে বলে আশা করা হচ্ছে।

বন্যার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা বীজতলা তৈরির জমির অভাবে চরম বিপাকে পড়েছিলেন। এ অবস্থায় আনসার বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বিত প্রচেষ্টায় বীজতলা থেকে উৎপাদিত চারা কুমিল্লা ও ফেনী জেলার কৃষকদের মাঝে বিতরণ করা হয়, যার ফলে ১০০ একর জমি আমন চাষের আওতায় আনা সম্ভব হয়। ভবিষ্যতে আরও বেশি কৃষককে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে বাহিনীর। এছাড়া, ভালো ফলন নিশ্চিত করতে আনসার বাহিনী কৃষকদের সার, কীটনাশক এবং সবজি চাষের উপকরণও প্রদান করবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ এবং ঘর নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছে। এ বাহিনীর সদস্যরা ইতোমধ্যে উদ্ধার কাজ এবং ত্রাণ বিতরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণের সময় ওয়াহিদের রহমান নামের এক আনসার সদস্য নিহত হন, যার পরিবারকে বাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সারাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে রয়েছে, যার ফলে দুর্যোগকালীন সময়ে তারা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সেবা ও সহযোগিতা পৌঁছে দিতে সক্ষম। এবারের বন্যায় কৃষকদের ধান চাষ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা দূর করতে আগাম প্রস্তুতি হিসেবে আনসার বাহিনী বীজতলা তৈরির উদ্যোগ নেয়। সেই প্রস্তুতির ফলেই তারা বন্যাপরবর্তী সময়ে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করতে সক্ষম হয়েছে।

চারা বিতরণ শেষে মহাপরিচালক কুমিল্লা রেঞ্জ ও জেলা আনসার-ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন এবং আনসার বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি রেঞ্জ কার্যালয়ের প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের যুবসমাজকে প্রশিক্ষণ দিয়ে মানবসম্পদে রূপান্তরিত করার পাশাপাশি, যে কোনো সঙ্কটময় পরিস্থিতিতে এ বাহিনীর সদস্যরা সবার আগে এগিয়ে এসে জনগণের সেবায় নিয়োজিত থাকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি