দেবিদ্বারে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা শাখার উদ্যোগে দেবিদ্বারের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় স্থানীয় ডায়না রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মু. সাইফুল ইসলাম শহীদ।
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং পৌরসভা জামায়াতের আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির গোলাম মোস্তফা সরকার, দেবিদ্বার উপজেলা জামায়াতের সেক্রেটারি রুহুল আমিন খান, পৌরসভা সেক্রেটারি ওয়ালি উল্লাহ সরকার, জামায়াত ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা শাখার সেক্রেটারি সানাউল্লাহ রাসেলসহ আরও অনেকে।
মু. সাইফুল ইসলাম শহীদ তাঁর বক্তব্যে বলেন, “গত ১৫ বছর ধরে আমরা নিপীড়নের শিকার। ফ্যাসিস্ট সরকার জনগণ ও গণমাধ্যমের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে। তবে ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে আমরা এখন মুক্ত। এই বিজয় রক্ষা করতে হবে এবং বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে, আর জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাবে।”