বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


শিক্ষার্থী হত্যা মামলা: তিনদিনের রিমান্ডে সাবেক এমপি শাহে আলম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০২৪

তিনদিনের রিমান্ডে

শিক্ষার্থী হত্যা মামলা: তিনদিনের রিমান্ডে সাবেক এমপি শাহে আলম

ডেস্ক রিপোর্ট:

রোববার (১৫ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. নাইমুর রহমানের হত্যার অভিযোগে করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করে। মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ সাতদিনের রিমান্ড চাইলেও আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) শাহে আলম তালুকদারকে জনতা আটকের পর পুলিশে সোপর্দ করে। মামলার বিবরণ অনুযায়ী, ভিকটিম নাইমুর রহমান (২২) গুলশান ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি গুলশানের সুবাস্তু নজর ভ্যালি শপিংমলের সামনে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে অংশ নেন। বিকেল ৪টার দিকে ৪০০-৫০০ জন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর গুলি চালায়, যা অনেককে আহত করে।

মামলার বাদী খলিলুর রহমান, নিহত নাইমুরের বাবা, জানান, গুলির সময় তিনি পাশের একটি ভবনে আশ্রয় নিয়েছিলেন। কিছুক্ষণ পর গুলির আওয়াজ বন্ধ হলে তিনি বাইরে এসে তার ছেলেকে খুঁজতে শুরু করেন। পরে জানতে পারেন যে, বাড্ডা এএমজেড হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে। সেখানে গিয়ে তিনি তার ছেলেকে মৃত অবস্থায় পান।

এই মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি