বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা অদিতি ও সিদ্ধার্থ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৯.২০২৪

বলিউড তারকাবিয়ের পিঁড়িতে বসলেন বলিউড তারকা অদিতি ও সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক:

অবশেষে গুঞ্জন সত্যি হল। বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি এবং দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। আজ সোমবার সকালে নবদম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি প্রকাশ করে সুখবরটি শেয়ার করেছেন।

গত মার্চে বাগদানের মাধ্যমে তাদের সম্পর্কের গুঞ্জন সত্যি হয়ে ওঠে। এবার সাতপাকে বাঁধা পড়লেন এই প্রেমিক যুগল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, ভারতের ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরনো একটি মন্দিরে গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন অদিতি এবং সিদ্ধার্থ। খুব ছোট আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এবং এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অদিতি তার ইনস্টাগ্রামে বেশ কিছু বিয়ের ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, অদিতি শাড়িতে সেজেছেন, এবং সিদ্ধার্থ ধুতি-পাঞ্জাবি পরেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি আমার চন্দ্র-সূর্য, তুমি আমার সমস্ত তারা। অনন্তকালীন আত্মার সঙ্গী হওয়ার জন্য, হাসির জন্য ভালোবাসা চিরন্তন, আলো এবং জাদু। মিসেস অ্যান্ড মিস্টার আদু-সিধু।’

বিয়ের ছবি প্রকাশের পর থেকেই সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন নবদম্পতি। অভিনেত্রী হংসিকা লেখেন, ‘অভিনন্দন।’ দুলকার সালমান লেখেন, ‘অভিনন্দন অদিতি-সিধ। গর্জিয়াস কাপল। ভালোবাসা।’ অনন্যা পান্ডে লেখেন, ‘দারুণ। অভিনন্দন!’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।

গত মাসের শেষে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অদিতি রাও হায়দারি বলেছিলেন, ‘আমাদের বিয়েটা ওয়ানাপার্থির ৪০০ বছরের পুরনো একটি মন্দিরে হবে, এটি আমার পরিবারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

উল্লেখ্য, ২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি এবং সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছাকাছি আসেন তারা। এরপর শোনা যায় এ জুটি সম্পর্কে রয়েছেন।

তবে ২০২২ সালের ২৮ অক্টোবর অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জনে সীলমোহর দেন সিদ্ধার্থ। ওইদিন অদিতির জন্মদিন ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি