বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » ক্যাটরিনার সঙ্গে শোয়েব আখতারের বন্ধুত্বের অজানা গল্প ফাঁস!


ক্যাটরিনার সঙ্গে শোয়েব আখতারের বন্ধুত্বের অজানা গল্প ফাঁস!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৯.২০২৪

শোয়েব আখতারেরক্যাটরিনার সঙ্গে শোয়েব আখতারের বন্ধুত্বের অজানা গল্প ফাঁস!

বিনোদন ডেস্ক:

পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারের সঙ্গে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বন্ধুত্বের বিষয়ে সম্প্রতি এক মজার তথ্য প্রকাশ করেছেন আরেক পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। একটি কমেডি টিভি অনুষ্ঠানে তিনি জানান, একবার নিউজিল্যান্ড সফরের সময় শোয়েবের রুমে একত্রিত হয়েছিলেন ক্রিকেটাররা। তখন টিভিতে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘তিস মার খান’ চলছিল, যেখানে ক্যাটরিনা কাইফের আইটেম গান ‘শিলা কি জাওয়ানি’ প্রচার হচ্ছিল।

এই মুহূর্তে শোয়েব আখতার জানান, ক্যাটরিনার সঙ্গে তার বন্ধুত্ব ছিল, যা শুনে উপস্থিত ক্রিকেটাররা বেশ অবাক হয়ে যান। বিশেষ করে মোহাম্মদ হাফিজের বিস্মিত মুখ দেখে হাসির রোল পড়ে যায়। শোয়েবের এই কথা অনেকেই বিশ্বাস করতে চাননি। শোয়েব ক্ষুব্ধ হয়ে তাদের রুম থেকে বেরিয়ে যেতে বলেন, যার ফলে ক্রিকেটারদের বাইরে গিয়ে রাতের খাবার খেতে হয়।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ ২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর শোয়েব আখতার ২০১৪ সালে রুবাব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যাকে সবাই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নামে চেনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি