চলতি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে সম্পূর্ণ শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদান করবে, অর্থাৎ ১০০ শতাংশ বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্ত রপ্তানি করা যাবে। আজ সোমবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২২ সালে চীন বাংলাদেশকে ৯৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান করেছিল। এই তালিকায় নতুনভাবে ৩৮৩টি পণ্য যুক্ত হয়েছিল, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য অন্তর্ভুক্ত ছিল। এর ফলে বাংলাদেশি পণ্য চীনা বাজারে আরো সহজে প্রবেশ করতে পেরেছে।
এরও আগে, ২০২০ সালে চীন ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়েছিল। এ সুবিধা বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন এবং রপ্তানি বাজার সম্প্রসারণে একটি বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে।
বাংলাদেশের রপ্তানিকারকরা এই সুযোগকে ইতিবাচকভাবে দেখছেন এবং তারা আশা করছেন, শুল্কমুক্ত সুবিধা বাংলাদেশের পণ্য রপ্তানিতে আরো বড় ধরনের পরিবর্তন আনবে। চীনের মতো বিশাল বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা শক্তিশালী হবে এবং এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী এবং বন্ধুপ্রতীম দেশ হিসেবে বিবেচিত হয়ে আসছে।