বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


নদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- কুমিল্লায় পানিসম্পদ উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২৪

নদী দখলকারীদের বিরুদ্ধেনদী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে- কুমিল্লায় পানিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার:

আমরা কি ভ্রান্ত একটি উন্নয়ন দর্শনের মধ্যে থাকি, বিল্ডিং হলে আমরা মনে করি উন্নয়ন হয়ে গেছে। ঢাকা বুড়িগঙ্গা নদীতে প্রায় দুই হাজারের মতো অবৈধ পাকা স্থাপনা ভাঙ্গা হয়েছে। ভাঙতে চাইলে ভাঙ্গা যায়। নদীর উপর স্থাপনা করতে কারোর কোনো আইনগত অধিকার নাই। নদীর উপর স্থাপনা করবার অনুমতি দেয়ার ইখতিয়ার সরকারের নাই, প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তিরা নদীর উপর স্থাপনা করেছে। কিন্তু তাদের নদীর উপর স্থাপনা করার সুযোগ নাই এবং সরকারেরও ক্ষমতা নাই, তাদেরকে স্থাপনা গুলো করতে দেয়ার। নদী রক্ষা কমিশনের ৬৬ হাজার দখলদারের একটি তালিকা রয়েছে। ইতিমধ্যেই বিভাগীয় কমিশনারদের সাথে মিটিং হয়েছে, তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে ২ মাসের মধ্যে কর্মপরিকল্পনার মাধ্যমে উচ্ছেদ অভিযান শুরু করার।

সোমবার সন্ধ্যায় কুমিল্লা বুড়িচং উপজেলার বুরবুরিয়া বেরিবাধ পরিদর্শনে এসে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

তিনি বলেন, বাংলাদেশকে তার জনগণের অধিকারের কথা বলতে হবে, আন্তর্জাতিক নদীর উপর বাংলাদেশের যে অধিকার সে কথাগুলো বলতে হবে। সেটা প্রতিবেশী দেশ ভারতের সাথে বলতে হবে, উজানের অন্যান্য দেশের সাথে বলতে হবে। আমরা আন্তর্জাতিক আইন মেনে সমাধানের চেষ্টা করব, তবে প্রথমে আমাদের আন্তর্জাতিক আইন অনুস্বাক্ষর করতে হবে যা এখনো করা হয়নি। পানি ভাগাভাগির বিষয়টি জটিল। কিন্তু যদি পানি ভাগাভাগির বিষয় না হয়, শুধুমাত্র অন্য দেশকে জানানোর বিষয় হয় যে এখানে বৃষ্টিপাত বেশি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে বাঁধের দরজা খুলে দেওয়া হবে বা খুলে যাবে, আপনারা প্রস্তুতি নেন৷ এইটুকু জানাতে তো আপত্তি থাকার কারণ নাই। সেইজন্য আমরা বন্যায় মোট ক্ষয়ক্ষতির হিসাব জানার জন্য অপেক্ষা করেছি, এখন ক্ষতির হিসেব হয়ে গেছে, এই বিষয়ে আমরা ভারতের সাথে এই বিষয়টা তুলবো।

তিনি বেড়িবাঁধ মেরামতের বিষয়ে বলেন ফেনী নোয়াখালীতে অনেক সমস্যা দেখেছি তবে এইখানে এসে মনে হচ্ছে মেরামত কাজে জটিলতাটা কম। আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ২/৩ মাসের মধ্যে বাধটি নির্মাণ করা সম্ভব। আশা করি ডিসেম্বরের মধ্যে মেরামত কাজ শেষ হয়ে যাবে।

নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, যদি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে যে আমরা সংস্কার আর পরিবর্তনের কথা বলি সেইটা তো অর্থহীন হয়ে পড়ে। সব জায়গায়ই নদী খাল দখল করে অবৈধ স্থাপনা করা, বালু উত্তোলন করা হয়েছে। যারা দোষী তাদের নাম সরকারের কাছে আছে, সরকার এই সময়ে তাদের গ্রেফতার করা বা আইনী পদক্ষেপ না নেয়ার আমি কোনো কারণ দেখি না। অন্য সময় রাজনৈতিক সরকার থাকে তাদের আশীর্বাদপুষ্ট লোকেরা থাকে। আমি প্রশাসনকে বলল দখলদের তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যাতে করে আগামী সরকারের সময় কেউ আর এমন কাজ করতে না পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি