বিবাহবার্ষিকীতে ভক্তদের জন্য পরিণীতির বিশেষ উপহার
গত বছরের এই দিনে (২৪ সেপ্টেম্বর) উদয়পুরে এক জমকালো অনুষ্ঠানে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। মঙ্গলবার এই দম্পতি তাদের বিবাহিত জীবনের এক বছর পূর্ণ করলেন। বিশেষ এই দিনে পরিণীতি ভক্তদের জন্য একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি “ও পিয়ান” শিরোনামে নিজের কণ্ঠে গাওয়া একটি প্রেমের গান উপহার দিয়েছেন।
এর আগে, চলতি বছরের শুরুতে রাজ শামানির পডকাস্টে উপস্থিত হয়ে পরিণীতি রাঘবের সঙ্গে প্রেমের গল্প নিয়ে কথা বলেছিলেন। তিনি জানান, ‘আমরা লন্ডনে একটি অনুষ্ঠানে প্রথম দেখা করি। সাধারণত, আমি শুধু হাই বলতাম, কিন্তু সেদিন আমি এগিয়ে গিয়ে বললাম, ‘চলো নাস্তার জন্য দেখা করি।’ তখন আমাদের দলে প্রায় ৮-১০ জন ছিল। পরদিন আমরা সকালের নাস্তায় একসাথে মিলিত হই। তখনও আমি জানতাম না সে কে বা কী কাজ করে। নাস্তার পর আমি তার সম্পর্কে জানলাম এবং বুঝলাম, আমরা বিয়ে করব।’
পরিণীতি আরও বলেন, ‘রাঘবের সঙ্গে দেখা করার পাঁচ মিনিটের মধ্যেই আমি বুঝে গিয়েছিলাম যে আমি এই মানুষটিকে বিয়ে করব। আমি জানতাম না সে বিবাহিত কিনা, তার সন্তান আছে কিনা, কিংবা তার বয়স কত… তবে সকালের নাস্তায় তার দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবছিলাম, ‘আমার মনে হয়, আমি যাকে বিয়ে করব সে এই মানুষ।’ এটা যেন আমার ভেতরের কোনো ঈশ্বরের কণ্ঠস্বর ছিল।’