নিউইয়র্কে মোদি-ইউনূস বৈঠক স্থগিতের কারণ জানালো নয়াদিল্লি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ইতোমধ্যে দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি বৈঠক করতে চেয়েছিলেন ড. ইউনূস, তবে ভারত এর বিষয়ে কোনো সাড়া দেয়নি।
তবে বৈঠকটি কেন অনুষ্ঠিত হয়নি, তা ব্যাখ্যা করেছে নয়াদিল্লি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার বৈঠক না হওয়ার মূল কারণ সফরসূচিতে গরমিল ও সময়ের অভাব।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল যে অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদি এবং ড. ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে। তবে গত ১৯ সেপ্টেম্বর নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয় যে, নিউইয়র্কে মোদি এবং ইউনূসের মধ্যে কোনো বৈঠক হবে না।
নয়াদিল্লির এই ঘোষণা প্রকাশের পর, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা শুরু হয় যে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার কারণে মোদি ইউনূসের সঙ্গে বৈঠক করতে চাননি।
তবে সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্যকে নাকচ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
নিউইয়র্ক সফর শেষে মঙ্গলবার ভোরের দিকে নয়াদিল্লিতে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। এর আগের দিন, নিউইয়র্ক ছাড়ার পর নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে, এক প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, “আপনারা জানেন, আমাদের প্রধানমন্ত্রী এবার খুবই সংক্ষিপ্ত সফরে নিউইয়র্কে গিয়েছিলেন। তার সফরের মেয়াদ ছিল মাত্র ৫৫ ঘণ্টা, এবং কিছুক্ষণ আগেই তিনি নিউইয়র্ক থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। অন্যদিকে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এখনও নিউইয়র্কে পৌঁছাননি। যেহেতু উভয়ের ভ্রমণসূচি ভিন্ন ছিল, তাই বৈঠকের কোনো সুযোগ হয়নি।”
তিনি আরও জানান, নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কথাও ছিল। কিন্তু সংক্ষিপ্ত সময়ের কারণে সেই বৈঠকও বাতিল করা হয়েছে।