বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন: আসিফ নজরুল


রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন: আসিফ নজরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০২৪

রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরেরেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট:

প্রবাসী কর্মীদের জন্য দেশের বিমানবন্দরগুলোতে ভিআইপি সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, ‘দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন ইতোমধ্যেই করা হয়েছে। আমরা আরেকটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে বিমানবন্দরে রেমিট্যান্স যোদ্ধারা দেশে ফিরে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি বিমানবন্দরে যে সুবিধাগুলো পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সেই সুবিধাগুলো প্রবাসীদেরও দিতে চাই।’

তিনি আরও বলেন, ‘একজন ভিআইপি বিমানবন্দরে গেলে তাঁর সঙ্গে লাগেজ বহনের জন্য একজন থাকে, চেক-ইন এবং ইমিগ্রেশনের সময়ও তাঁর পাশে একজন থাকে। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যে কর্মরতদের টার্গেট করেছি। পরবর্তীতে ইউরোপের কর্মীদের জন্যও এই সুবিধা প্রয়োগ করা হবে। প্রথম ধাপে মধ্যপ্রাচ্যে যাওয়া ও আসা কর্মীরা ভিআইপি ট্রিটমেন্ট পাবেন।’

ভবিষ্যতে প্রবাসী কর্মীদের জন্য বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘লাউঞ্জ ব্যবহারের বিষয়ে আমরা পরে ভাবছি, এটি অনেক পরের কাজ। তবে আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা বিমানবন্দরে প্রবাসী কর্মীদের অসহায় অবস্থার উন্নতি ঘটাবো।’

তিনি আরও জানান, ‘কর্মীরা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, কীভাবে চেক-ইন করবেন, ফর্ম পূরণের প্রয়োজন হলে তা কীভাবে করবেন, ইমিগ্রেশনে যদি কোনো কাগজপত্র প্রয়োজন হয়, সেটি কীভাবে করবেন—এসব বিষয়ে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তারা তাঁদের সহায়তা করবেন। দরকার হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে ট্রেনিং দিয়ে নতুন লোক নিয়োগ করা হবে।’

সবশেষে আসিফ নজরুল বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, প্রবাসী কর্মীরা বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং কোনো অবস্থাতেই অপমানিত বোধ না করেন। আমরা এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবো এবং এটি নিশ্চিত করবো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি