বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » তোফাজ্জল হত্যাকাণ্ড: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


তোফাজ্জল হত্যাকাণ্ড: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০২৪

তোফাজ্জল হত্যাকাণ্ডতোফাজ্জল হত্যাকাণ্ড: হল প্রভোস্টসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

 

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জলকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে হল প্রভোস্ট অধ্যাপক শাহ মুহাম্মদ মাসুমসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহত তোফাজ্জলের ফুফাতো বোন মোসা. আসমা আক্তার আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ সেপ্টেম্বর রাত পৌনে ৮টার দিকে তোফাজ্জল নামের এক যুবক ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ওই সময় কিছু শিক্ষার্থী তাকে ধরে ফেলে এবং প্রথমে হলের গেস্ট রুমে নিয়ে যায়। সেখানে মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করা হয়। পরে তার মানসিক অবস্থার অবনতি বুঝতে পেরে তাকে খাবার খাওয়ানো হলেও, পুনরায় হলের দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে জানালার সঙ্গে হাত বেঁধে স্ট্যাম্প, হকিস্টিক ও লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটানো হয়। মারধরের ফলে তিনি অচেতন হয়ে পড়েন এবং এরপর তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ শাহবাগ থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ ৬ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

মামলার আসামিরা হলেন: ঢাবির শিক্ষার্থী জালাল মিয়া, সুমন মিয়া, ফিরোজ কবির, আবদুস সামাদ, মোত্তাকিন সাকিন শাহ, আল হোসেন সাজ্জাদ, ওয়াজিবুল আলম, আহসান উল্লাহ, ফজলে রাব্বি, ইয়ামুস জামান, রাশেদ কামাল অনিক, শাহরিয়ার কবির শোভন, মেহেদী হাসান ইমরান এবং মো. সুলতান।

মামলার বিষয়ে বিচারক আক্তারুজ্জামান নিহত তোফাজ্জলের পরিবার কর্তৃক দায়ের করা মামলাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলার সঙ্গে একত্রে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি