বৃহস্পতিবার,১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


পতেঙ্গায় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২ জনের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৯.২০২৪

জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডপতেঙ্গায় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড: ২ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির কাছাকাছি একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লেগে যায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) পুরোনো একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে। ট্যাংকারটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে নিয়ে যাচ্ছিল।

দুর্ঘটনার সময় ট্যাংকারটিতে প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল। আগুন নেভাতে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস একত্রে কাজ করে।

সূত্রের বরাতে জানা গেছে, ট্যাংকার থেকে প্রায় এক ঘণ্টা ধরে তেল খালাস করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের পর একজন এখনো নিখোঁজ রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি