ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের প্রাণহানি
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন দিশু দাস (৫৯) এবং রবীন্দ্র দাস (৩৭)। মঙ্গলবার সন্ধ্যায় মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে, যা তাদের প্রাণ কেড়ে নেয়।
দিশু দাসের পিতার নাম ধরনি দাস এবং রবীন্দ্র দাসের পিতার নাম গৌরাঙ্গ দাস। স্থানীয় মাছিহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দিশু ও রবীন্দ্র তিতাস নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফেরার পথে প্রচণ্ড বজ্রপাতের শিকার হয়ে তারা ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে।