শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারকারী আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০২৪

ব্রাহ্মণপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তেব্রাহ্মণপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারকারী আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

ভারত (ত্রিপুরা)-বাংলাদেশ সীমান্তে চোরাকারবারী ও মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক আসামিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শংকুচাইল বাজারে পাকা রাস্তার উপর থেকে কোতয়ালী মডেল থানার নিয়মিত মামলার আসামি মোঃ সুমন মিয়া মেম্বার (৩৬) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি কুমিল্লার দক্ষিণ তেথা ভূমি এলাকার বাসিন্দা, তার পিতার নাম আলী আশরাফ ও মাতার নাম নেহারা বেগম।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন থানায় অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সুমন মিয়া মেম্বারের বিরুদ্ধে চোরাচালান ও মানবপাচারের একাধিক অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারী ও মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি