বৃহস্পতিবার,১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ


মিরসরাইয়ের রূপসী ঝরনায় দুই পর্যটকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০২৪

মিরসরাইয়ের রূপসী মিরসরাইয়ের রূপসী ঝরনায় দুই পর্যটকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

চট্টগ্রামের মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় দুই পর্যটকের মৃত্যু ঘটেছে। মিরসরাই এবং চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল তিন ঘণ্টার অভিযানের পর মরদেহ দুটি উদ্ধার করে। পরে পুলিশ পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সেলফি তুলতে গিয়ে তাদের পা পিছলে যায় এবং দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন রাজধানীর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ছাত্র মুশফিকুর রহমান আদনান (২১) এবং নারায়ণগঞ্জ সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র মাহবুব রহমান মুস্তাকিন (২১)।

প্রত্যক্ষদর্শী ও তাদের বন্ধুরা জানান, ১৩ জন বন্ধু মিলে মিরসরাই উপজেলার কমলদহ রূপসী ঝরনায় ঘুরতে আসেন। তারা সকাল ৭টায় ঝরনায় পৌঁছান। সকাল সাড়ে ৮টার দিকে সেলফি তুলতে গিয়ে প্রথমে মুশফিকুর রহমান আদনান গভীর কুপে পড়ে যান। তার উদ্ধারে এগিয়ে গিয়ে মাহবুব রহমান মুস্তাকিনও পা পিছলে পড়ে যান। বন্ধুরা তাদের উদ্ধারে ব্যর্থ হলে পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন। অবশেষে দুপুর ১টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

একসঙ্গে ঘুরতে আসা নিহতদের বন্ধু আসিফ বলেন, “ঝরনায় পিছলে পড়া পাথরের ওপর পা রাখা কঠিন। সামান্য অসতর্ক হলেই বিপদ। আমরা ১৩ বন্ধু একসঙ্গে ঢাকা থেকে এসেছি। সকাল ৭টায় ঝরনায় পৌঁছে সাড়ে ৮টায় সেলফি তুলতে গিয়ে আমাদের বন্ধু মুস্তাকিন গভীর কুপে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আদনানও পড়ে যায়। আমি নিজেও পড়ে গিয়েছিলাম, তবে স্থানীয়দের সহায়তায় উঠতে পেরেছি।”

নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মমিন হোসেন বলেন, “আমরা দুই জন পর্যটকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। নিহত আদনানের বাবা এবং মোস্তাকিমের ভাই আমাদের সঙ্গে রয়েছেন। তাদের কোনো আপত্তি না থাকলে আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব।”

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, “রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর উদ্ধার অভিযান শুরু করে মরদেহ উদ্ধার করি।”

তিনি আরও জানান, “ধারণা করা হচ্ছে, তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে।”

মিরসরাই নিজামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মোমিন বলেন, “মরদেহ দুটি উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এদিকে, গত এক সপ্তাহের মধ্যে খৈয়াছড়ার ঝরনায় গভীর কূপে ডুবে এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজন মারা যান। এর পর ওই ঝরনায় পর্যটকদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে মিরসরাই উপজেলা প্রশাসন। গত ৩ অক্টোবর থেকে আবার চালু হওয়ার পর প্রথম দিনে দুই পর্যটক নিহত হলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি