শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ছাত্র আন্দোলনে নিহত ৭৩৫ জনের তালিকা প্রকাশ: স্বাস্থ্য অধিদপ্তর


ছাত্র আন্দোলনে নিহত ৭৩৫ জনের তালিকা প্রকাশ: স্বাস্থ্য অধিদপ্তর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০২৪

আন্দোলনে নিহতছাত্র আন্দোলনে নিহত ৭৩৫ জনের তালিকা প্রকাশ: স্বাস্থ্য অধিদপ্তর

ডেস্ক রিপোর্ট:

গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলনের সময় নিহত ৭৩৫ জনের একটি খসড়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রাথমিক তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তালিকায় কোনও তথ্য অসম্পূর্ণ বা ভুল থাকলে সংশোধনের জন্য নিহতদের স্বজনদের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সরকার।

নিহতদের মধ্যে যদি কারও নাম তালিকায় অন্তর্ভুক্ত না হয়ে থাকে, তবে তাদের আইনগত ওয়ারিশ বা প্রতিনিধিকে নিজ জেলার সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত জুলাই ও আগস্ট মাসে গণআন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে নিহতদের প্রকৃত সংখ্যা বের করার লক্ষ্যে তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার।

বর্তমানে ওই তালিকায় ৭৩৫ জন নিহতের তথ্য দেখা যাচ্ছে।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দাবি করেছে যে, আন্দোলনে প্রায় ১৫৮১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ৩১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানান তারা।

তবে আহত ও নিহতদের এই তথ্য আরও যাচাই-বাছাই করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি