স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন যে, গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ৭৩৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং ২৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
নুরজাহান বেগম আরও বলেন, “আন্দোলনের সময় ৭৩৭ জন নিহত হয়েছে। তবে এই সংখ্যা এখনো ভেরিফাইড নয়। আমাদের কাছে ছাত্রদের একটি প্রাথমিক তালিকা রয়েছে, যেখানে নিহতের সংখ্যা দেড় হাজারের বেশি বলা হয়েছে। যদি ছাত্ররা তাদের বিস্তারিত তালিকা আমাদের দেয়, আমরা তা ক্রস চেক করে নিশ্চিত করবো।”
তিনি আরও বলেন, “আন্দোলনের সময় ২৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৪০০ জন চোখের দৃষ্টি হারিয়েছেন এবং ২০০ জন সম্পূর্ণভাবে দুই চোখ হারিয়েছেন।