কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে শহরে যান চলাচলে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ
কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব-২০২৪ উপলক্ষে মহানগরে যানবাহন চলাচলের জন্য জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা পরিষদের অর্থায়নে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ এর আয়োজন করেন আদর্শ সদর উপজেলা প্রশাসন। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করার জন্য প্রশিক্ষণ নেন ১৫০ জন স্বেচ্ছাসেবী।
কুমিল্লা জিলা স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, “এই ধরণের জনকল্যাণমুখী স্বেচ্ছাসেবী কাজে তরুণরা এগিয়ে আসছে সেটি আমাদের জন্য একটি বড় পাওয়া। তরুনদের হাত ধরে কুমিল্লা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনায় একটি আমূল পরিবর্তন সূচিত হবে বলে আমার বিশ্বাস।”
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ এবং পরবর্তী সময়ে ট্রাফিক ব্যবস্থাপনাকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এর মধ্যে রয়েছে রাস্তার উপর থেকে সকল প্রকার প্রতিবন্ধকতা অপসারণ, অটোর সংখ্যা কমিয়ে আনা, কিছু রাস্তাকে একমুখীকরণ করা ইত্যাদি ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,অতিরিক্তপুলিশ সুপার(ট্রাফিক) নাজমুল হাসান রাফি,আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার রোমেন শর্মা, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক (দিবা) নুরুল হক,ট্রাফিক পুলিশের পরিদর্শক, (শহর ও যানবাহন)মোঃ কামাল পাশা, পুলিশ পরিদর্শক(শহর ও যানবাহন)মোঃ শফিকুজ্জামান প্রমুখ।