ডিসেম্বরের মধ্যে ২০ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস
আগামী ডিসেম্বরের মধ্যে জমা পড়া ২০ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ভিসা আবেদনগুলো দ্রুততার সঙ্গে নিষ্পত্তির চেষ্টা করবে ইতালি দূতাবাস। ঢাকাস্থ ইতালি দূতাবাস কনস্যুলার শাখার জনবল বৃদ্ধি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের মাধ্যমে ভিসা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে।
কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের নেতা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদের ফেরত আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “তারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন, এটি মিডিয়াতে দেখেছেন, আমিও ততটুকুই জানি। যদি কোর্ট থেকে নির্দেশ আসে, তাদের হাজির করতে হবে, তাহলে অবশ্যই আমরা তাদের ফেরত আনার চেষ্টা করবো।”
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক এমপি ও মন্ত্রীরা ট্রাভেল পাস ইস্যু করে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাদের ট্রাভেল পাস ইস্যু করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য। অন্য কোনো দেশে যাওয়ার জন্য নয়। সেটার জন্য পাসপোর্ট লাগে, যা স্বাভাবিকভাবেই ইস্যু করা হবে না। তারা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে অবশ্যই তাদের ট্রাভেল পাস ইস্যু করা হতে পারে, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধু ওয়ান ওয়ে টু বাংলাদেশ।”
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিকসহ যারা দেশ ছেড়েছেন, তাদের একটি তালিকা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে এমন কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্রপত্রিকায় দেখেছি। তবে যদি মনে হয় এ ধরনের তালিকা প্রয়োজন, তাহলে আমরা তা করতে পারবো।”