দেবিদ্বারে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার দেবিদ্বারে ৫১ তম জাতীয় স্কুল ও মাদরাসা ,কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার বিকালে দেবিদ্বার উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নির্বাহী অফিস সম্মেলন কক্ষে এই পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোঃ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোঃ মাঈন উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, দেবিদ্বার আলহাজ্ব আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, ধামতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোঃ আবুল কালাম আজাদ, মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নানু মিয়া সরকার, খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, রাজামেহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোমেন, দুয়ারিয়া এজি মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আবু সেলিম ভুইয়া, বাকসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, নবিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম কিবরিয়া, মহেষপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ।
উক্ত আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন কেটাগরীতে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।