বৃহস্পতিবার,২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পররাষ্ট্র উপদেষ্টা


সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পররাষ্ট্র উপদেষ্টা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০২৪

সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকারসব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সেই সঙ্গে তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, সারা দেশে কোথাও কেউ অপরাধ করার সাহস পাবে না। এ বিষয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরকার সব ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করতে অঙ্গীকারাবদ্ধ।”

সব ধর্মের মানুষ বাংলাদেশে সমান নাগরিক অধিকার ভোগ করেন উল্লেখ করে তৌহিদ হোসেন আরও বলেন, “কোনো সম্প্রদায়কে ধর্মীয় কারণে নিপীড়ন করা যাবে না। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সরকার তা বিচারের আওতায় আনবে। আমরা স্বীকার করি যে, কিছু সময় সরকার না থাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তবে সেসব অপরাধের বিচার হবে।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি