মেঘনায় অস্ত্রসহ দুই যুবলীগ নেতা গ্রেপ্তার করেছে যৌথবাহিনী
কুমিল্লার মেঘনা উপজেলায় অস্ত্রসহ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃত শাহ আলম কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক এবং জাহাঙ্গীর আলম মেঘনা উপজেলা যুবলীগের সদস্য । তারা আপন দুই ভাই বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার রামপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযানকালে দেশীয় অস্ত্র, মদ, মাদক সেবন ও অনৈতিক কার্যকলাপের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পুলিশ বাদী হয়ে দুটি পৃথক মামলা রুজু করেছে।