রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সব সম্প্রদায় এবং নাগরিকের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ গঠনের পরিকল্পনা


সব সম্প্রদায় এবং নাগরিকের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ গঠনের পরিকল্পনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৪

নাগরিকের অধিকারসব সম্প্রদায় এবং নাগরিকের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ গঠনের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “আমরা এমন একটি সমাজ চাই না যেখানে সেনাবাহিনী এবং পুলিশ দিয়ে উৎসব পালন করতে হয়। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায় যেখানে সকল সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।”

আজ শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ মন্তব্য করেন। ওই অনুষ্ঠানে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন করবেন।

আজ শনিবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার চতুর্থ দিনে মহানবমী উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী, আজ সকালে নবমী পূজা শুরু হয়েছে।

আগামীকাল রবিবার বিজয়া দশমীর মাধ্যমে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি