অপরাধীদের ছাড় নয়, রাজনৈতিক পরিচয়ও কাজে আসবে না: আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মাইনুল ইসলাম বলেছেন, ‘অপরাধ করলে কেউই রেহাই পাবে না। রাজনৈতিক পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ত্রাসী কার্যক্রম বন্ধে শারদীয় দুর্গাপূজা শেষ হওয়ার পর সাঁড়াশি অভিযান শুরু হবে।’
শনিবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইজিপি আরও বলেন, ‘দুর্গাপূজা শেষ হওয়ার পর আমরা ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, মাদক এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ সব বিষয়ে সাঁড়াশি অভিযান চালাব। মাঝে মাঝে আপনাদের যে উদ্বেগ তৈরি হয় এবং আমাদের কাছে যে অভিযোগ আসে, আমরা সেগুলোকে গুরুত্ব দিয়ে আমলে নিতে চাই। যাতে করে আইনশৃঙ্খলার অবনতি ঠেকানো যায়।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ সব ধরনের অপরাধের তথ্য জানানোর অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, ‘যদি কোনো খবর আপনাদের সেনসিটিভ মনে হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। সেটা সোশ্যাল মিডিয়ায় দেখুন বা অন্যভাবে জানুন, আমাদের জানাবেন। আপনার পরিচয় গোপন রাখা হবে। সন্ত্রাসী কার্যকলাপ বা চাঁদাবাজি যা-ই হোক না কেন, আমরা ব্যবস্থা নেব। আমরা আপনাদের পাশে আছি, এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’