রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি


রাজধানীতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০২৪

রাজধানীতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করা হয়।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুরের তিনরাস্তা মোড় বেরিবাঁধ এলাকার হাজি ভিলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে ১৫-২০ জনের একটি ডাকাতদল ৪-৫টি হায়েস গাড়ি নিয়ে হাজি ভিলায় আসে। এদের মধ্যে বেশিরভাগ সদস্য সেনাবাহিনীর পোশাক পরা ছিল, কিছু সদস্য র‍্যাবের কটি পরা ছিল এবং কয়েকজন সিভিল পোশাকে ছিল।

বাসার মালিক আবু বক্কর সিদ্দিক জানান, রাতের বেলা সেনাবাহিনীর পোশাক পরা কয়েকজন এসে তাকে বাসার গেট খুলতে বলেন। গেট খুলে দেওয়ার পর দুজন এসে তাকে ধরে বলেন, ‘তোর কাছে অস্ত্র আছে। অস্ত্রগুলো বের কর।’ তিনি জানান, তিনি তখন বলেন, ‘আমার অস্ত্র থানায় জমা দিয়ে এসেছি, আমার কাছে কোনো অস্ত্র নেই।’ এরপর তারা তাকে আটকে রেখে পুরো বাসা তল্লাশি করে এবং এ সময় নগদ ৮৫ লাখ ৫০ হাজার টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

বাড়ির প্রহরী মমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা কয়েকজন এসে তাকে ঘুম থেকে জাগিয়ে বাড়ির গেট খুলতে বলেন। পরিচয় জানতে চাইলে তারা জানান, যৌথ বাহিনীর অভিযানে বাড়ি তল্লাশি করবে। গেট খুলে দেওয়ার পর তারা বাড়িতে প্রবেশ করে এবং মালিকের তিন তলার বাসায় ঢুকে কয়েক ঘণ্টা তল্লাশি চালায়। ওই সময় ৮৫ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় তাকে গাড়িতে তুলে নিয়ে যেতে চাওয়ারও চেষ্টা করে।

বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে প্রথমে সেনাবাহিনীর পোশাক পরা ১১ জন ব্যক্তি বাড়ির মূল গেট দিয়ে প্রবেশ করে। তাদের সঙ্গে র‍্যাবের কটি পরা ৪ জন ও সিভিল পোশাকে ৫ জন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে। প্রবেশের সময় সবাই মুখোশ পরা ছিল। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। বাড়ির সিসিটিভি ছাড়াও আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৪টি হায়েস গাড়ি এসে বাড়ির পাশে থামে। সেখান থেকে ৩-৪ জন লোক গাড়ি থেকে নেমে একটি বিরিয়ানি দোকানে অপেক্ষা করছিল। যখন সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরা লোকজন বাড়ি থেকে বের হয়, তখন অপেক্ষমাণ লোকজনও গাড়িতে উঠে যায়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, সেনাবাহিনীর পোশাক পরে তারা এমনভাবে এসেছে যে, তাদের দেখলে কেউ আলাদাভাবে চিন্তা করবে না যে তারা ভুয়া। তিনি জানান, আমরা আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজে তাদের সঙ্গে আসা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের সঙ্গে আসা গাড়িগুলো শনাক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছি এবং আশা করছি, শীঘ্রই আমরা তাদের আটক করতে পারব।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি