রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ রিমান্ড শেষে কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০২৪

সাবেক মুখ্য সচিবশেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ রিমান্ড শেষে কারাগারে

ডেস্ক রিপোর্ট:

যুবদল নেতা শামীম হত্যা মামলায় শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর তন্ময় কুমার বিশ্বাস আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি কারাবিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডিভিশন ও চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। এর আগে গত ৬ অক্টোবর আদালত আবুল কালাম আজাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় একটি মহাসমাবেশের আয়োজন করে, যার পাল্টা সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। এই সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়, যার ফলে অনেকে আহত হন এবং শামীম নামক একজন যুবদল নেতা নিহত হন। এ ঘটনার পর গত ২৪ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে আবুল কালাম আজাদ এজাহারনামীয় আসামি হিসেবে তালিকাভুক্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি