রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী কহিনুর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০২৪

কুমিল্লায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ীকুমিল্লায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী কহিনুর আটক

রকিবুল ইসলাম (ম্যাক):

কুমিল্লায় ইয়াবাসহ কহিনুর নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১১ সিপিসি ২।

মঙ্গলবার সকালে (১৫ই অক্টোবর) কুমিল্লা কোতোয়ালি থানার পশ্চিম মাঝিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন কুমিল্লা র‍্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মাহমুদুল হাসান।

আটককৃত কহিনুর বেগম (৪৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোমতী নদীর চর গ্রামের নজরুল ইসলাম এর স্ত্রী।

র‍্যাব জানায়, মঙ্গলবার সকালে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার পশ্চিম মাঝিগাছা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী কহিনুর বেগমকে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কহিনুর র‍্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃত কহিনুরকে আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি