শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় দুই পলাতক আসামিকে আটক করেছে যৌথবাহিনী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২৪

আসামিকে আটকব্রাহ্মণবাড়িয়ায় দুই পলাতক আসামিকে আটক করেছে যৌথবাহিনী

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতারি পরোয়ানার আসামিসহ একাধিক মামলার দুইজনকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার রাতে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর এলাকা এবং বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের নাম হচ্ছে: ভাদুঘর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. অলিউল্লাহ (৬৬) এবং রূপসদী গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে কামাল মিয়া (৫৯)।

এসময় তাদের কাছ থেকে পাঁচটি রামদা, তিনটি টেঁটা, দুটি ছুরি, তিনটি বল্লম, ৪৫০ ইউরো, ১২২ ইউএস ডলার এবং নগদ ৭ লাখ ৩০ হাজার ৮শ’ টাকা উদ্ধার করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি