বিএনপির ১০টি যুক্তি: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করেছেন। আবেদনে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় বাতিলের জন্য ১০টি যুক্তি উপস্থাপন করা হয়েছে।
৮০৭ পৃষ্ঠার রিভিউ আবেদনটি আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে উপস্থাপন করা হবে। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
জয়নুল আবেদীন বলেন, এই রিভিউ আবেদনে আদালতে প্রকাশিত সংক্ষিপ্ত আদেশের মধ্যে কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে এবং তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের অবসরের ১৮ মাস পর রায় প্রকাশ করা হয়েছে, যা বিচার বিভাগীয় প্রতারণা।
তিনি যুক্তি দেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন পরস্পর সম্পর্কিত। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কার্যকরী নয়। এ রায়ের মাধ্যমে সংবিধানের মৌলিক স্তম্ভ ধ্বংস হয়েছে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
মির্জা ফখরুলের পক্ষে সাংবাদিকদের ব্রিফ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই মৌলিক মর্যাদা অসাংবিধানিক ঘোষণা করা যায় না।
২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তার পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন দলীয় সরকারের অধীনে কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত হয়।
জয়নুল আবেদীন আরও বলেন, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশের ৯৫% মানুষ মনে করেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হবে। বিএনপি জনগণের এই প্রত্যাশা পূরণে কাজ করছে।