রবিবার,১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন করছে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর কর্মকর্তারা


বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন করছে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর কর্মকর্তারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০২৪

বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালনবিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর কর্মকর্তারা

উপজেলা প্রতিনিধি:

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের অপসারণ এবং সমিতির কর্মকর্তাদের চাকরী অবসানের আদেশ ও মামলা প্রত্যাহারের দাবীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে কর্মবিরতি পালন করছে কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় সমিতির আওতাধীন সাতটি উপজেলার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। দাউদকান্দির গৌরীপুরে সমিতির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষুব্দ এলাকাবাসী জড়ো হয়ে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করার দাবী জানান।

এলাকাবাসী জানান, বিদ্যুত বিভাগের কর্মকর্তা কর্মচারীরা দাবী বা আন্দোলন যাই করুক, সেটা আমাদের গ্রাহকদের ভোগান্তিতে ফেলে কেন? পূর্বঘোষণা ছাড়া বিদ্যুত বন্ধ করায় আমরা এখানে জড়ো হয়েছি।

আন্দেলনকারী কুমিল্লা পল্লী বিদ্যুত সমিতি-৩ এর লাইন টেকনিশিয়ান মোঃ কামরুর হাসান বলেন, আমাদের দাবী দাওয়া নিয়ে আরইবিতে চারবার আলোচনা হয়েছে, আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছে। বিনা নোটিশে সারাদেশ আমাদের ২০/২৫জনকে চাকুরীচ্যুত করেছে আরইবি। তারা নিন্মমানের মিটার সরবরাহের কারনে গ্রাহকদের কাধেঁ ভুতুরে বিল। তার জন্য আমাদের পল্লী বিদ্যুতের কর্মচারীদের মাঠ পর্যায়ে হযরানী হতে হয়। একই প্রতিষ্টানে দ্বৈতনীতি কারনে কেউ চুক্তিভিত্তিক কেউ স্থায়ীভাবে কাজ করছে। কাজের কোন নির্দিষ্ট সময় নেই। নেই কোন কর্মঘন্টা, ঝুকি ভাতা, টিফিন ভাতা। আমরা আরইবির এই বৈষম্যনীতির প্রতিবাদ জানাই। সারাদেশে আরইবির দেড় হাজার কর্মকর্তা কর্মচারী আর পল্লীবিদ্যুতে ৪৫হাজার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আর কোন বৈষম্যনীতি চাই না।

এদিকে খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, সেনাবাহিনীর একটি দল এবং দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী ঘটনাস্থলে আসেন। পরে পল্লী বিদ্যুত সমিতি-৩ এর জেনারেল ম্যানেজারের কার্যালয়ে বসে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি