শেখ হাসিনা ছিলেন জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রের অংশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রে শেখ হাসিনার হাত ছিল বলে অভিযোগ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক। তিনি আজ শনিবার সকালে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাতার পাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন। সভাটি অনুষ্ঠিত হয় তারেক রহমানের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে।
ফারুক বলেন, “বাংলাদেশ স্বাধীনতা এনেছে শহীদ জিয়াউর রহমান, তিনি বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দেশকে সারাবিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। ইন্দ্রাগান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। সুতরাং, জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা।”
তিনি আরও বলেন, “জুলাই আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ সৃষ্টি করতে হবে। এমন ভোট দিন যাতে মৃত মানুষও ভোট দিতে না পারে।”
এই প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবু ইউছুফ মজুমদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটন এবং সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল।