সোনার দামে নতুন ইতিহাস: প্রতি আউন্স ২,৭০০ ডলার ছাড়াল
বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড গড়েছে। ইতিহাসের প্রথমবারের মতো শুক্রবার প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০০ ডলার অতিক্রম করেছে।
বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বৃদ্ধি পেলে দেশের বাজারেও দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের বাজারে এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ৩৭ হাজার টাকার ওপরে বিক্রি হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্পট মার্কেটে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৬৮৮ দশমিক ৮৩ মার্কিন ডলার, যা শুক্রবার ২ হাজার ৭০৪ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে—এটি সর্বকালের সর্বোচ্চ।
ইসরাইলি সেনাবাহিনী হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনায় ঝুঁকছেন, যা সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার পাশাপাশি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর নীতিও সোনার দাম বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। এর ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জুন মাস থেকে সোনার দাম বাড়তে শুরু করেছে। ৭ জুন প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ২৯৩ ডলার। এরপর বিভিন্ন পর্যায়ে দাম বেড়ে ১৬ জুলাই প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৪৬৮ ডলারে ওঠে।
এছাড়া, সোনার দাম বাড়ানোর এই প্রবণতা এখানেই থেমে থাকেনি। গত ২০ সেপ্টেম্বর ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে যায়। এই রেকর্ডের পরও সোনার দাম বেড়ে ২৬ সেপ্টেম্বর প্রতি আউন্স ২ হাজার ৬৮২ ডলারে পৌঁছায়।
২০১০ সালের পর সোনার দাম কখনো এতটা বাড়েনি। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত এবং বিশ্বের অন্যান্য দেশের সংঘাতের ফলে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিনিয়োগকারীদের সোনার দিকে ঝুঁকতে প্ররোচিত করছে।
বিশ্ববাজারে সোনার দামের এই বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বাজারে যে কোনো সময় সোনার দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে। বাজুসের একজন দায়িত্বশীল সদস্য জানিয়েছেন, বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির এই প্রবণতার কারণে দেশের বাজারেও দাম বাড়াতে হবে। বাজুসের সংশ্লিষ্ট কমিটি বৈঠক করে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেবে।