শনিবার,১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনায় শ্রদ্ধা কাপুর


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০২৪

শ্রদ্ধা কাপুরপ্রেম ও সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনায় শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও প্রেমে পড়েছেন বলে শোনা যাচ্ছে! কিছুদিন ধরে চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে তিনি এক সিন্ধি ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন।

‘আশিকি ২’ ছবিতে অভিনয় করে শ্রদ্ধা প্রথমবার দর্শকের নজর কেড়েছিলেন। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন আদিত্য রায় কাপুর, যিনি এক মদ্যপ প্রেমিকের চরিত্রে অভিনয় করেছিলেন। বাস্তবে এমন প্রেমিকের সাথে যদি শ্রদ্ধার দেখা হয়, তাহলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধা সাফ জানিয়েছেন, বাস্তবে এমন পুরুষের সঙ্গে তিনি কখনোই সম্পর্ক তৈরি করবেন না।

আদিত্যর অভিনীত চরিত্র রাহুল জয়কার পেশায় গায়ক ছিলেন, তবে বেশিরভাগ সময়ই মদে আসক্ত থাকতেন। এই বিষয়ে শ্রদ্ধা বলেন, “বাস্তবে এমন কাউকে দেখলে আমি নিজের জীবন বাঁচানোর জন্য উল্টো দিকে হাঁটতে শুরু করব এবং দ্রুত পালানোর জন্য কোনো উপায় খুঁজব।”

বর্তমান প্রজন্মের সম্পর্কগুলোতে অনেক পরিবর্তন এসেছে। প্রেম থাকলেও সবসময় একসঙ্গে থাকার প্রতিশ্রুতি থাকে না। শ্রদ্ধার ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতেও সম্পর্কের রং কিছুটা এমনই। বাস্তবেও কি এমন সম্পর্কে বিশ্বাস করেন তিনি? শ্রদ্ধা বলেন, “আমি রূপকথার মতো প্রেম চাই জীবনে। তাই কারও অর্ধেক প্রেমিকা হওয়া আমার দ্বারা সম্ভব নয়।”

সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রদ্ধা আরও জানান, তিনি বড় পরিবার পছন্দ করেন। বিয়ের পরে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একসঙ্গে থাকতে চান তিনি।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে শ্রদ্ধার নতুন ছবি ‘স্ত্রী ২’। এই ছবিতে শ্রদ্ধার অভিনয় প্রশংসিত হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি