বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০২৪

চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী মহিন উদ্দিন রাসেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল হান্নান। একই মামলায় অভিযুক্ত অন্য ৪ আসামিকে আদালত খালাস দেন।

মামলার এজাহারে মরিয়মের বাবা হাজী নেয়ামত উল্লাহ মিজি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই মহিন উদ্দিন বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। মহিন বিদেশে যাওয়ার কথা বলে ১ লাখ টাকা যৌতুক দাবি করে। মেয়ের সুখের কথা ভেবে নেয়ামত উল্লাহ তাকে ১ লাখ টাকা ও ৩টি গাভী যৌতুক হিসেবে দেন। তবে মহিন প্রবাসে না গিয়ে মরিয়মের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আরো যৌতুকের দাবি করতে থাকে।

২০১৭ সালের ২ নভেম্বর রাতে যৌতুকের টাকা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মহিন উদ্দিন স্ত্রী মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করে। দীর্ঘ তদন্ত এবং ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট শামসুল ইসলাম মন্টু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি