মঙ্গলবার,১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়োগ বাতিল


যুক্তরাষ্ট্র, রাশিয়া ও আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়োগ বাতিল


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০২৪

বাংলাদেশি রাষ্ট্রদূতদেরযুক্তরাষ্ট্র, রাশিয়া ও আমিরাতে বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়োগ বাতিল

ডেস্ক রিপোর্ট:

সরকার সম্প্রতি তিন দেশের বাংলাদেশি রাষ্ট্রদূতদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। প্রাথমিক পর্যায়ে এই তিন দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এবং সংযুক্ত আরব আমিরাত।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মদ ইমরান হোসেন। রাশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে ছিলেন কামরুল আহসান, এবং সংযুক্ত আরব আমিরাতে মো. আবু জাফর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী এই তিন রাষ্ট্রদূতের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এই পদক্ষেপের ফলে তিনটি গুরুত্বপূর্ণ দেশে বাংলাদেশি দূতাবাসের কার্যক্রমের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে, তবে নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দ্রুত এই অবস্থার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি