বৃহস্পতিবার,২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


মরে গেলেও বিবেক ও মুখ বন্ধ রাখব না: জেড আই খান পান্না


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০২৪

মরে গেলেও বিবেক ও মুখ বন্ধমরে গেলেও বিবেক ও মুখ বন্ধ রাখব না: জেড আই খান পান্না

ডেস্ক রিপোর্ট:

হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পাওয়ার পর সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, “মরে গেলেও বিবেক ও মুখ বন্ধ রাখব না।” তিনি মনে করেন, বিবেক ও মুখ বন্ধ করার উদ্দেশ্যেই হয়তো এই হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা মামলায় সোমবার (২১ অক্টোবর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ মানবাধিকার সংস্থা আইন ও শালিস কেন্দ্রের চেয়ারপার্সন জেড আই খান পান্নাকে আগাম জামিন প্রদান করে।

জামিন আদেশের পর জেড আই খান পান্না বলেন, “আমি এমন কোন কাজ করিনি যে আমার নামে মামলা দায়ের হবে। রাজনৈতিক মামলা হলে মেনে নিতাম, সেখানে আমার আপত্তি ছিল না, জীবনে অনেক মামলা খেয়েছি। তবে একটা হত্যাচেষ্টার মামলা, তাও মেরাদিয়ায়, যেখানে আমি কখনো যাইনি, এটি আমাকে কষ্ট দিয়েছে।”

প্রবীণ এই আইনজীবী আরও বলেন, “আজ একটি পত্রিকায় দেখলাম, বাদি বলেছে সে আমাকে চেনেই না। তাহলে এই মামলা কেন? সম্ভবত আমার বিবেক বা মুখ বন্ধ করার জন্য। তবে আমি মরে গেলেও আমার বিবেক বা মুখ বন্ধ হবে না।”

এর আগে গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে খিলগাঁও থানায় মামলাটি করা হয়। ১৭ অক্টোবর মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জেড আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

এই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবী জেড আই খান পান্না, যা আজ শুনানির জন্য ওঠে। জামিন আবেদনের শুনানি থাকায় আদালতে উপস্থিত হন এই প্রবীণ আইনজীবী। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, আইনজীবী শাহদীন মালিক ও মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি