নিরাপত্তা সংকটে ‘সিংহম আগেন’-এর শুটিং সালমানকে ছাড়াই শেষ হচ্ছে
সালমান খানের জীবন বাবা সিদ্দিকির মৃত্যুর পর একটি অদ্ভুত পরিস্থিতিতে পড়েছে। কারণ, লরেন্স বিষ্ণোইদের মূল নিশানায় তিনি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও, সালমান প্রতিটি মুহূর্ত আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন। যদিও চুক্তিবদ্ধ থাকায় বাধ্য হয়ে ‘বিগবস্ ১৮’ এর কাজ চালিয়ে যাচ্ছেন, তবে সঞ্চালনা করার সময় তিনি জানিয়ে দেন যে, কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে এবার তিনি একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘সিংহম আগেন’ ছবিতে সালমান খান একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার কথা ছিল। তার বন্ধু রোহিত শেট্টি এবং অজয় দেবগনের অনুরোধে তিনি এই চরিত্রে অভিনয় করতে রাজি হন। কিন্তু শোনা যাচ্ছে, তিনি আর সেই কথা রাখতে পারছেন না। একের পর এক খুনের হুমকি পাওয়ার কারণে, এমনকি বাবা সিদ্দিকির মৃত্যুর থেকেও কঠিন পরিণতির হুমকিও দেওয়া হয়েছে তাকে। এই পরিস্থিতিতে ‘সিংহম আগেন’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মুম্বাইয়ের একটি তামাক কারখানায় সালমানের একদিনের শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সিদ্দিকির মৃত্যু এবং একের পর এক হুমকির কারণে সেই শুটিং বাতিল হয়ে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবর অনুযায়ী, সালমানের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছেন যে, রোহিত শেট্টি ও অজয় দেবগনও নিজেদের মধ্যে আলোচনা করেছেন এবং এই অবস্থায় তারা সালমানকে আর অনুরোধ করতে চাইছেন না। এই সময়ে সালমানকে অনুরোধ করা মোটেই সংবেদনশীল হবে না।
সূত্রটি আরও বলেছে, বাবার মৃত্যুর পর সালমানের সঙ্গে শুটিং করা খুবই অসংবেদনশীল হয়ে উঠবে। এছাড়া, ১৮ অক্টোবরের মধ্যে রোহিতকে সেন্সর বোর্ডের কাছে ছবিটি জমা দেওয়ার প্রয়োজন ছিল। তাই এই পরিস্থিতিতে সালমানকে ছাড়াই ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোহিত শেট্টি পরিচালিত এই ছবিতে দীপিকা পাড়ুকোন, করিনা কাপুর খান, রণবীর সিংহ, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মতো তারকারাও অভিনয় করেছেন।