বুধবার,৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০২৪

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক (সুমন) গ্রেফতার হয়েছেন মিরপুর মডেল থানা পুলিশের হাতে।

তবে মিরপুর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে আপাতত কোনো আসামিকে সেখানে রাখা সম্ভব নয়। তাই ব্যারিস্টার সুমনকে গ্রেফতারের পর পল্লবী থানায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতের দিকে মিরপুর মডেল থানা পুলিশ ব্যারিস্টার সুমনকে ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করে। আন্দোলনের সময় মিরপুর মডেল থানায় যে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, সেই কারণে সেখানে আসামি রাখার ব্যবস্থা নেই। তাই তাঁকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার (২১ অক্টোবর) রাত সোয়া ১টার দিকে ব্যারিস্টার সুমন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি